ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে বিভক্ত করে
"পূর্ববাংলা ও আসাম" নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় যা ইতিহাস বঙ্গভঙ্গ নাম পরিচিত। কিন্তু ১৯১১ সালে
বঙ্গভঙ্গ করলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে অসম্ভুষ্টি দেখা দেয়। পূর্ব বাংলার
মুসলমানদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে ১৯১২ সালে লর্ড হার্ভি ঢাকায় আসেন এবং ঢাকায়
একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘােষণা দেন। সে লক্ষ্যে ১৯১২ সালে ব্যারিস্টার
নাথান এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় যা নাথান কমিশন নামে পরিচিত। এই কমিটি ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি রূপরেখা তৈরী করেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের
কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা দেখা দেয়। ১৯১৭ সালে নবাব সৈয়দ
নওয়াব আলী চৌধুরী অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পাসের জন্য সরকারের নিকট
আহ্বান জানান। এরই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১৭ সালে
আরেকটি কমিটি গঠন করা হয় যার প্রধান ছিলেন মাইকেল স্যাডলার। এটি স্যাডলার কমিশন
নামে পরিচিত । স্যাডলার কমিশনের অন্যতম সদস্য ছিলেন লন্ডন | বিশ্ববিদ্যালয়ের
একাডেমিক রেজিস্টার পি.জে, হার্টস। ১৯২০ সালের ১ ডিসেম্বর পি.জে, হার্টসকে উপাচার্য হিসেবে নিয়ােগ দিয়ে ১৯২১
সালের ১ জুলাই ঢাকা | বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
No comments