Combined rule

 


RULE-1.
দুই বা ততোধিক  যদি simple sentence – এর tense যদি হয় Past indefinite-এর অর্থ থেকে বােঝা যায় যে তাদের একটি ঘটার পরে অন্যটি ঘটেছে, তাহলে, যে বাক্যটির কাজ আগে ঘটেছিল তার verb এর past participle বসিয়ে তার আগে Having যোগ  করতে হবে। এবং পরবর্তী বাক্যটি তার পরে বসিয়ে দিতে হবে। প্রথম বাক্যটির পর একটি কমা (,) বসাতে হবে। মনে রাখবে উভয় বাক্যের subject একই হলে Having এর subject টি ব্যবহার করা যাবে না ভিন্ন ভিন্ন subject হলে ব্যবহার করতে হবে

Example :

Separate : He went to market. He bought a car.

Combined : Having gone to market, he bought a pen.

আলাদা আলাদা subject হলে ;

Separate:  The sun set. We started walking.

Combined: The sun having set, we started walking.

No comments

Theme images by sebastian-julian. Powered by Blogger.